ইরানে হামলার পরিণতি পশ্চিমাদের মনে করালো রশিয়া | Iran | Russia
ইরানের পরম বন্ধু রাশিয়া আবারো মনে করিয়ে দিলেন পূর্বের পরিনতির কথা
ইরানে হামলার পরিণতি পশ্চিমাদের মনে করালো রশিয়া | International News
ফাউলিয়াত গর্জে উঠলো ইরানের প্রিয় বন্ধু রাশিয়া। তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে এর ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুংকার ছেড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়া । ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার হুমকির বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন, ভিয়েনাই আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ান মঙ্গলবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক অধিবেশনে ইরানের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেছেন ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে তা এখনো প্রমাণ হয়নি তবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে আক্রমণ করেই যাচ্ছে, এমনকি ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছে এই ধরনের উত্তেজনা কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের পথকে কবর দেবে এর ফলে সামরিক এবং রাজনৈতিক উত্তেজনা বাড়তেই থাকবে ।
শুধু তাই নয় ইরানের পারমাণবিক মতবাদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি যেখানে স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন দখল এবং মজুদ নিষিদ্ধ করা হয়েছে
ওয়াশিংটনের সবচেয়ে প্রিয় আঞ্চলিক মিত্র ইসরাইল প্রতিনিয়তই ইরানে আগ্রাসনের হুমকি দিয়ে যাচ্ছে । তেলাবিব বলেছে গত অক্টোবরে ইসলামী প্রজাতন্ত্রের বিভিন্ন স্থানে যার মধ্যে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে এসব স্থানে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আক্রমণ চালিয়েছে ইসরাইল ।
তবে কোন রকম ক্ষতি হয়নি বলে জানিয়েছে তেহরান, এসময় কূটনীতিকে সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানান মিখাইল উলিয়ান । যদিও পশ্চিমাদের হুমকি ধুমকির মধ্যেই পাল্টা হুশিয়ারি দিয়ে যাচ্ছে তেহরান। নিজেদের পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্র কোন ক্ষতি করতে পারবে না বলেও জানিয়েছে ইরান।
ইরানের পারমাণবিক স্থাপনায় শিগঘরি ইসরাইল হামলা চালাতে পারে এমন গুঞ্জনের মধ্যেই গত শনিবার ইসরাইলে ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এই প্রেক্ষাপট পটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন অন্যদের হুমকি দেয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
ইরানের মত দেশের কথা যখন আসে তখন ইসরাইল ও যুক্তরাষ্ট্র কোন ক্ষতি করতে পারবে না রোববার জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন এই অঞ্চলের প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে ইরান রয়েছে এবং ইরান কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না ।
তার সুরে সুর মেলান গ্রুবিয়ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানান বাঘাই আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না এবং অন্যদিকে সংলাপকে সমর্থন করার দাবি করতে পারেন না এদিকে জানা গেছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে 60 শতাংশ বিশুদ্ধতায় নিয়ে যাচ্ছে পারমাণবিক ওয়ার হেডে যুক্ত করার জন্য প্রয়োজন প্রায় 90 শতাংশ।
কোন মন্তব্য নেই